রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
33 C
Dhaka
Homeখেলান্যায়বিচার পাওয়ার আশায় বিসিবি সভাপতিকে চিঠি দিলেন সোহাগ গাজী

ন্যায়বিচার পাওয়ার আশায় বিসিবি সভাপতিকে চিঠি দিলেন সোহাগ গাজী

প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৫ ১২:২১

নিজের দীর্ঘদিনের পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সের পরও আকস্মিকভাবে স্কোয়াড থেকে বাদ পড়াঅভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কাছে ন্যায়বিচার চেয়েছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সোহাগ গাজী।

সোহাগ গাজীর দাবি, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে বরিশাল বিভাগীয় দল থেকে কোনো কারণ ছাড়াই তার নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।

চিঠিতে সোহাগ গাজী লিখেছেন, আমি একসময় লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দুর্লভ সৌভাগ্য লাভ করেছিলাম। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে আমার শতক এবং এক ইনিংসে ছয় উইকেট অর্জনের সেই স্মৃতি আজও আমার হৃদয়ে উজ্জ্বল। এই সম্মান ও গৌরবকে পুঁজি করে আমি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেকে উৎসর্গ করে এসেছি।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১১৭ ম্যাচে ৩৬৯ উইকেট ও ১৮৩ ইনিংসে ৫ হাজার ১০২ রান করেছেন তিনি। যা একজন অলরাউন্ডার হিসেবে তার ধারাবাহিক নৈপুণ্যের প্রমাণ বলে দাবি করেন সোহাগ।

তিনি বলেন, এনসিএল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমার পেশাদার জীবনের মূল ভিত্তি, জীবিকার সংস্থান এবং ক্রিকেটের প্রতি আমার অবিচল প্রতিশ্রুতির প্রতিচ্ছবি।

নিজেকে ফিট উল্লেখ করে গাজী বলেন, আমি সফলভাবে ফিটনেস টেস্ট দিয়েছি। আমার মতো একই ধরনের ফিটনেস মান নিয়ে অনেকেই এবারের এনসিএলে অংশ নিচ্ছেন। তাই আশা করছি, আপনার (বিসিবি সভাপতির) ন্যায়বিচারের ছোঁয়ায় আমার খেলার সুযোগ পুনরুদ্ধার হবে।

বহু বছর ধরে ঘরোয়া ক্রিকেটে বরিশাল বিভাগের হয়ে খেলা সোহাগ গাজীর দাবি, তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত তার পেশাগত জীবন ও ভবিষ্যৎ প্রস্তুতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বিসিবির প্রতি অনুরোধ জানিয়েছেন, বিষয়টি পুনর্বিবেচনা করে যেন তাকে ন্যায়বিচার দেওয়া হয় এবং এনসিএলে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর