মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
26 C
Dhaka
Homeখেলাসিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নামাল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নামাল বাংলাদেশ

প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫ ৩:০৯

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে বোলিংয়ে স্বাগতিকরা। একাদশে তিন পরিবর্তন বাংলাদেশের।আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী।

চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। সিরিজের প্রথম দুই ম্যাচেই সেটি দেখা গেছে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও দ্বিতীয়টি রানে ফিরতে দেখা গেছে। ফলে এসেছে জয়। শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইলে এ ম্যাচেও দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে টপঅর্ডার ব্যাটাররা যেভাবে পারফর্ম করেছেন, সেই ধারা অব্যাহত রাখা। তাহলেই সহজ হবে সিরিজ জয়।

আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার এটাই শেষ মঞ্চ। ২০২৬ এর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে জাতীয় দলের আর আন্তর্জাতিক ম্যাচ নেই।

  • বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম পাটোয়ারী।

  • আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক আডাইর, ক্রেইগ ইয়ং, ম্যাথিউ হামফ্রিস, বেন হোয়াইট।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর