বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
23 C
Dhaka
Homeখেলা২০২৬ বিশ্বকাপ ড্র : কোন দল কোন গ্রুপে

২০২৬ বিশ্বকাপ ড্র : কোন দল কোন গ্রুপে

প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৫ ৭:৪২

অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র।

শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জন এফ.কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে আগেই তিনটি গ্রুপে রাখা হয়।এরপর শুরু হয় একে একে দলগুলোর নাম তোলা। চারটি পটে মোট ৪৮টি দলের নাম রাখা হয়। যার মধ্যে ৪২ দলের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে। বাকিরা প্লে-অফ খেলে আসার অপেক্ষায়। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কোন গ্রুপে…

  • গ্রুপ এ

মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা,প্লে-অফ ডি থেকে আসা দল

  • গ্রুপ বি

কানাডা, সুইজারল্যান্ড, কাতার, প্লে-অফ এ

গ্রুপ সি

ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

  • গ্রুপ ডি
    যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, প্লে-অফ সি থেকে আসা দল
    * গ্রুপ ই
    জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
    * গ্রুপ এফ
    নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, প্লে-অফ বি থেকে আসা দল
    * গ্রুপ জি
    বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
    * গ্রুপ এইচ
    স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, ক্যাবো ভার্দে
    * গ্রুপ আই
    ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে-অফ ২ থেকে আসা দল
    * গ্রুপ জে
    আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
    * গ্রুপ কে
    পর্তুগাল, কলম্বিয়া,উজবেকিস্তান, প্লে-অফ ১ থেকে আসা দল
    * গ্রুপ এল
    ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

বিশাল কলেবরে আয়োজিত হবে ২০২৬ বিশ্বকাপ। আসন্ন আসরেই প্রথমবার দেখা যাবে ৪৮ দেশকে অংশ নিতে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর