বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
15 C
Dhaka
Homeখেলাফুটবল মাঠে আবারও ভয়াবহ সহিংসতার ছায়া, আহত ৫৯

ফুটবল মাঠে আবারও ভয়াবহ সহিংসতার ছায়া, আহত ৫৯

প্রকাশ: ডিসেম্বর ২০, ২০২৫ ৭:২৩

দক্ষিণ আমেরিকার ফুটবল মাঠে আবারও ভয়াবহ সহিংসতার ছায়া নেমে এসেছে। কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত কলম্বিয়া কাপের ফাইনাল ম্যাচের পর দুই দল এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও দাঙ্গা বাঁধে, যার ফলে অন্তত ৫৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো নাসিওনাল ১-০ গোলেদেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে পরাজিত করে। ম্যাচ শেষে ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়ামে রেফারির শেষ সিগনালের পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি থেকে উশৃঙ্খল সমর্থকরা মাঠে নেমে পড়ে এবং ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি নিয়ে দাঙ্গা বাধায় পুরো স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ মাঠে এসে ধাপে ধাপে বল প্রয়োগ করে জনসমাগম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই সহিংসতায় স্টেডিয়ামে ব্যাপক ক্ষতি হয়; সমর্থকরা আসন উপড়ে ফেলে এবং মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। গ্যালারিতে অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচটি শুরুতে ১৪ মিনিট বিলম্ব হয়।

পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানিয়েছেন, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং প্রায় ১২০ কেজির বেশি পাইরোটেকনিক সামগ্রী জব্দ করা হয়েছে।

মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যারা স্টেডিয়ামে গিয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গুটি কয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতে দেয়া হবে না।

উল্লেখ্য, কলম্বিয়ায় সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচে সফরকারী দলের সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকে। তবে, শান্তি ও সম্প্রীতি ফেরানোর জন্য মেডেলিন কর্তৃপক্ষ এই ম্যাচে দুই দলের সমর্থকদের মাঠে উপস্থিত থাকার অনুমতি দিয়েছিল, যা এই সহিংসতার অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর