মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
22 C
Dhaka
Homeখেলাশক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৬ ২:১২

ফুটবল বিশ্বে লাতিন আমেরিকার শক্তিধর দল ব্রাজিল তাদের নতুন শক্তিশালী দলের তালিকা ঘোষণা করেছে, যা বিশ্বের অন্যতম সেরা ফুটবল স্কোয়াড হিসেবে বহু অনুরাগীর নজর কাড়ছে।আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেও সমান গুরুত্ব দিয়ে আসছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যা তাদেরকে আজও বিশ্ব ফুটবলের শীর্ষে ধরে রেখেছে। নেইমারের উত্তরসূরিদের টুর্নামেন্ট সামনে থাকায় অনূর্ধ্ব-১৬ দলের জন্য দল ঘোষণা করেছে সিবিএফ।

ব্রাজিল অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের কোচ গুইলিয়ার্মে দাল্লা ডেয়া প্রাথমিকভাবে ২৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তাদের কারিগরি ও কৌশলগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে রিও ডি জেনেইরোর একটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে যুব দলের অনুশীলন।Advertisementগোলরক্ষক : ব্রুনো, আধৌ, ম্যাখিজুজ

ডিফেন্ডার : রিকার্ডো পিয়েট্রো, কেভিন, জনাথন মারিনহো, জুলিও দামিকিউ, এঞ্জো এস্তভিও, গিওভানে, ইউরি, লুকাস মিরান্ডা, মাতিউস

মধ্যমাঠ : জাও গ্যাব্রিয়েল, ক্রিস্টেয়ান, ইসাক, চাইও, লিওনোর্দা, হোসে এনরিক, জিয়ান কার্লোস

ফরোয়ার্ড : অ্যালান সান্তোস, আর্থার দিনিজ, গুলহারমে কুইরাজ, পেদ্রো, লুকাস সুজানো, হুগো ও পেদ্রিনহো

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর