বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
15 C
Dhaka
Homeখেলাবাংলাদেশের কারণে বিশ্বকাপ নাও খেলতে পারে পাকিস্তান

বাংলাদেশের কারণে বিশ্বকাপ নাও খেলতে পারে পাকিস্তান

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৬ ৬:০৬

ভারত থেকে নিজেদের ভেন্যু সরানো না হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে বাংলাদেশ। আর বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না-ই খেলে, তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন দাবিই করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।Advertisementএকই সংবাদ আগেও প্রকাশ করেছিল পাকিস্তানি গণমাধ্যমগুলো। তবে তার পরপরই পিসিবির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছিল, বয়কটের ব্যাপারটি সত্য নয়। যদিও আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানকেই পাশে পেয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ না খেললে পাকিস্তান বয়কট করে কি না সেদিকে চোখ বাংলাদেশের ক্রিকেটভক্তদের।

উগ্রপন্থীদের আন্দোলনের পর মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তাদের দাবি, সহ-আয়োজক শ্রীলঙ্কায় যেন ম্যাচগুলো আয়োজন করা হয়। তবে আইসিসি তাতে রাজি নয়। ভারতের নিরাপত্তা ঝুঁকির কথা অস্বীকার করেছে সংস্থাটি। তাই সুতায় ঝুলে আছে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ সরকার। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে অধিকাংশ সিনিয়র ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ভরযোগ্য কোনো নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করা হলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর ভাবমূর্তি ও শৃঙ্খলা হুমকির মুখে পড়তে পারে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়; ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর