শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeখেলাএবারের আসরে বিদেশিদের থেকে স্থানীয়দের দাপট বেশি

এবারের আসরে বিদেশিদের থেকে স্থানীয়দের দাপট বেশি

প্রকাশ: মার্চ ২, ২০২৪ ১০:০৬

এবারের আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারির তালিকায় স্থানীয় খেলোয়াড়রা এগিয়ে। বিদেশি তারকারা সেই অর্থে দাপট দেখাতে পারেননি।

বড় কারণ অবশ্য বিদেশিদের আসা-যাওয়ার মধ্যে থাকা। বড় তারকাদের কেউই পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। ব্যাটিংয়ে শীর্ষ পাঁচের তালিকায় সেরা পাঁচ ব্যাটসম্যানের সবাই বাংলাদেশের। ৪৯২ রান করে তামিম এই তালিকার শীর্ষে । এরপরই আছেন তাওহিদ হৃদয়।

গতবারের বিপিএলে প্রথম নিজেকে চিনিয়েছিলেন। ১৪০.৪১ স্ট্রাইক রেটে করেছিলেন ৪০৩ রান। এবার তাওহিদ হৃদয় ছাড়িয়ে গেছেন সেই সাফল্যকেও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটসম্যান ১৪ ইনিংসে ১৪৯.৫১ স্ট্রাইক রেটে করেছেন ৪৬২ রান। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও।

কুমিল্লার অধিনায়ক লিটন দাসের বিপিএল ছিল দুই রকম। শুরুর ৫ ম্যাচে মাত্র ৩৭ রান, বিপিএল শেষে ৩৯১। যার মানে, শেষ ৬ ম্যাচে করেছেন ২৫৪ রান। আরেক ওপেনার তানজিদ হাসান ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতকসহ ১৩৫ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৪ রান। মুশফিকুর রহিমও আছেন শীর্ষ পাঁচে। করেছেন ৩৮০ রান, যদিও স্ট্রাইক রেট মাত্র ১২০।

উইকেটশিকারিদের তালিকায়ও স্থানীয়দের দাপট। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে শীর্ষে শরীফুল ইসলাম। ১৭ উইকেট নিয়ে সাকিব দুই নম্বরে, তিনে ও চারে আছেন শেখ মেহেদী হাসান (১৬) ও মোহাম্মদ সাইফউদ্দিন (১৫)। সেরা পাঁচে একমাত্র বিদেশি চট্টগ্রামের হয়ে খেলা ওমানের পেসার বিলাল খান। ১৩ ম্যাচ খেলে তাঁর শিকার ১৫ উইকেট।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর