শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
29 C
Dhaka
Homeখেলাশীর্ষে ভারত বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে

শীর্ষে ভারত বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে

প্রকাশ: মে ৩, ২০২৪ ৬:৪৬

ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এতে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ভারত। বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।

বার্ষিক র‍্যাংকিং হালনাগাদ করা হয়েছে ২০২১-এর মে থেকে ২০২৪-এর মে মাস পর্যন্ত। যেখানে প্রথম দুই বছরের (২০২১-এর মে থেকে ২০২৩-এর মে) পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরা হয়েছে। আর ২০২৩-এর মে থেকে ২০২৪-এর মে মাসের পারফরমেন্স পূর্ণমান হিসেবে ধরা হয়েছে।

১২২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ অবস্থানে ভারত। আর ১১৬ পয়েন্ট নিয়ে কোহলিদের ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। র‍্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা ১১২ রেটিং পয়েন্ট নিয়ে।

র‍্যাংকিংয়ে চতুর্থ অবস্থান পাকিস্তানের (১০৬)। পঞ্চম অবস্থানে নিউজিল্যান্ড (১০১), ইংল্যান্ড ৬ষ্ঠ অবস্থানে (৯৫), শ্রীলংকা ৭ম অবস্থানে (৯৩), বাংলাদেশ ৮ম অবস্থানে (৮৬), আফগানিস্তান নবম (৮০), দশম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৬৯ পয়েন্ট নিয়ে।

এদিকে ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ভারত। ঠিক তার পরেই অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তাদের রেটিং পয়েন্ট ২৫৭। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে ইংল্যান্ড।

দুই ধাপ এগিয়ে টি টোয়েন্টি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যারা রেটিং পয়েন্ট ২৫০। ওয়েস্ট ইন্ডিজ ৬ষ্ঠ পজিশনে আছে ২৪৭ রেটিং পয়েন্ট নিয়ে। এরপরেই পাকিস্তান ২৪৫ পয়েন্ট নিয়ে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ আছে ৯ নম্বরে, রেটিং ২৩১।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর