শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
20 C
Dhaka
Homeখেলাযুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন

প্রকাশ: মে ২১, ২০২৪ ৮:১৫

২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের সহ আয়োজকদের মাটিতে হওয়া এই সিরিজ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৯টা থেকে।

মঙ্গলবার (২১ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ এই সিরিজ। অচেনা কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে টাইগারদের এই সিরিজে ভালো করার বিকল্প নেই। তাই আজকের বাংলাদেশের একাদশে থাকবে বিশ্বকাপের ছাপ।

তাই প্রথম ম্যাচে আজ ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। যদিও সৌম্যর ফর্ম ভালো যাচ্ছে না তবুও আজকের ম্যাচের জন্য তার উপরই ভরসা করার কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে বিশ্বকাপের আগে ফর্মে ফেরার জন্য সৌম্যরও এটি শেষ সুযোগ।

ওয়ান ডাউনে নামার কথা নাজমুল হোসেন শান্তর। সাম্প্রতিক সময়ে ব্যাট হাসছে না টাইগার দলপতির। তাই এই সিরিজটা তার জন্যও গুরুত্বপূর্ণ। চারে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়কে দেখা যাবে।

পরের দুই জায়গায় থাকার কথা মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের। মিডল অর্ডারে ভরসার বড় নাম এই দুই জন। দুই অভিজ্ঞ টাইগারের সঙ্গে উইকেট সামলানোর দায়িত্বও পালন করার কথা জাকেরের।

একাদশে বোলার থাকার কথা চার জনের। অনেকটাই জায়গা নিশ্চিত রিশাদ হোসেনের। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। পাশাপাশি থাকবেন শেখ মেহেদি হাসান। তাদের সঙ্গে পেস বোলিং ইউনিটে থাকবেন শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর