শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
22 C
Dhaka
Homeখেলাসুপার এইটে যা পাব তাই বোনাস: হাথুরুসিংহে

সুপার এইটে যা পাব তাই বোনাস: হাথুরুসিংহে

প্রকাশ: জুন ২০, ২০২৪ ৮:৩৫

গ্রুপ পর্ব পার করে বাংলাদেশ দল এখন সুপার এইটে। গ্রুপ-১ এ টাইগারদের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ভারত। গ্রুপ পর্বে এই তিন দলই দুর্দান্ত পারফর্মেন্স করেছে। ফলে এই তিন দলকে হারিয়ে রাতের ঘুম হারাম করতে চাচ্ছেন না টাইগার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে টাইগার কোচ জানিয়েছেন, সুপার এইটের লক্ষ্য নিয়েই এসেছিল দল। ফলে এখন যা পাবে তা সব বোনাস।

হাথুরুসিংহে বলেন, ‘যখন আমরা টুর্নামেন্টে এসেছি প্রথম লক্ষ্য ছিল সুপার এইটে যাওয়া। আমার মনে হয় দারুণভাবে সেটা অর্জন করেছি…আমি কী বলতে পারি, আমাদের বোলাররা খেলায় রেখেছে? এর মানে হচ্ছে আমরা কন্ডিশনে ভালো খেলেছি। আমরা কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়েছি।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

তিনি আরও বলেন, ‘আমরা সুপার এইটে আসতে পেরে খুশি, এখান থেকে যা কিছু প্রাপ্তি তা হবে বোনাস। সুতরাং আমরা স্বাধীনতা নিয়ে খেলব। গ্রুপের তিন দলকেই আমাদের সর্বোচ্চটা দিয়ে চ্যালেঞ্জ জানাবো।’

এদিকে খেলোয়াড়দের নিজ নিজ ভূমিকা সঠিকভাবে পালন করতে বললেন হাথুরু। মূলত সাকিব-মোস্তাফিজদের খেলাটা উপভোগ করতে বললেন টাইগার কোচ। হাথুরু বলেন, ‘তাদের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, সেটা পালন করার ক্ষেত্রে তাদের স্বাধীনতা আছে ও সবসময়ের মতো উপভোগ করতে পারে। আমরা ক্লাবে অথবা দেশের হয়ে খেলি অথবা পার্কে…আমরা এজন্যই খেলতে শুরু করেছি। এজন্য উপভোগের ব্যাপারটা এগিয়ে থাকে কিন্তু তাদেরকে ভূমিকা পালন করতে হবে দলের জন্য।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর