শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাব্যাট হাতে নতুন মাইলফলক লিটনের,গড়লেন ছক্কার রেকর্ড

ব্যাট হাতে নতুন মাইলফলক লিটনের,গড়লেন ছক্কার রেকর্ড

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:১৩
প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:০২

এশিয়া কাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। হংকংয়ের বিপক্ষে দলের প্রথম ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে তিনি গড়েছেন একাধিক রেকর্ড।

লিটন দাস এখন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক। ১১১তম ম্যাচে এসে তিনি ৭৮ ছক্কায় পৌঁছে গেছেন, পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে (৭৭ ছক্কা, ১৪১ ম্যাচ)।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন লিটন। তার ঝুলিতে এখন ২৪৯৬ রান। এর আগে দ্বিতীয় স্থানে ছিলেন মাহমুদউল্লাহ (২৪৪৪ রান, ১৪১ ম্যাচ)। শীর্ষে আছেন সাকিব আল হাসান (২৫৫১ রান, ১২৯ ম্যাচ)।

হংকংয়ের বিপক্ষে তাওহীদ হৃদয়ের সঙ্গে লিটনের ৯৫ রানের জুটি এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব-সাব্বির করেছিলেন ৮২ রানের জুটি।

টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন লিটনের। শীর্ষে আছেন সাব্বির রহমান, যিনি ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৮০ রান।

বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ছক্কার তালিকা:

লিটন দাস–৭৮

সৌম্য সরকার–৫৫

সাকিব আল হাসান–৫৩

জাকের আলি অনিক–৩৮

আফিফ হোসেন–৩৮

তাওহীদ হৃদয়–৩৭

মুশফিকুর রহিম–৩৭

তানজিদ তামিম–৩৪

তামিম ইকবাল–৪৪

সাব্বির রহমান–২৯

হংকংয়ের বিপক্ষে এই জয় এবং ব্যক্তিগত মাইলফলকগুলো লিটনের অধিনায়কত্বে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিলো বাংলাদেশ দলের।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর