রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
24 C
Dhaka
Homeখেলামিরাজের পর সাজঘরে তাসকিন, আবারও বিপদে বাংলাদেশ

মিরাজের পর সাজঘরে তাসকিন, আবারও বিপদে বাংলাদেশ

প্রকাশ: সেপ্টেম্বর ১, ২০২৪ ৫:৩৩

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে ৩৪ বলে ১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধাক্কা সামলে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ফলোঅন এড়ায় টাইগাররা। তবে চা-বিরতির আগে মিরাজ ও তাসকিন আহমেদের বিদায়ে আবারও বিপদে পড়েছে সফরকারীরা।

এর আগে বোলারদের দাপটে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। লক্ষ্য ছিল লিড নেওয়ার। তবে হতশ্রী ব্যাটিং আর ব্যাটারদের দায়িত্বহীনতায় লিড নেওয়া তো দূরের কথা, উল্টো ফলোঅনের আশঙ্কায় পড়ে সফরকারীরা।

দিনের শুরু থেকে অস্বস্তিতে ভুগছিলেন জাকির হাসান। ব্যক্তিগত ১ রানে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবকার আহমেদের হাতে ধরা পড়েন তিনি। আরেক ওপেনার সাদমানকে সাজঘরে ফেরান খুররম। ২৩ বলে ১০ রানে বোল্ড হন বাঁহাতি এ ব্যাটার।

একই ওভারে খুররমের তৃতীয় শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে মুমিনুল হককে আউট করেন মীর হামজা। মাত্র ১৪ বলের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

মীর হামজার পরের শিকার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। উইকেটকিপারের হাতে ধরা পড়েন মুশফিক। এতে ফলোঅনের পাশাপাশি সর্বনিম্ন রানের ইনিংসও চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রান, টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

খুররমের চতুর্থ শিকার সাকিব আল হাসান। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় কাঁপছিল বাংলাদেশ। তবে লিটনের পর মিরাজের অর্ধশতকে ফলোঅন এড়ায় টাইগাররা।

ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক করেন লিটন। এরপর মিরাজও করেন অর্ধশতক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দেশের বাইরে একই টেস্টে ৫ উইকেট ও অর্ধশতক করেন মিরাজ। টেস্টে মিরাজের এটি অষ্টম অর্ধশতক। এ ছাড়া ৮ নম্বর বা এর পরে ব্যাট করতে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্ধশতক তার (৭টি)।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করে আউট হন মিরাজ। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। এরপর তাসকিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খুররম। ফলে আবারও বিপদে পড়ে টাইগাররা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর