১৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে এসে পৌঁছায় বাংলাদেশ দল। গতকাল নাজমুল হোসেনের দল স্টেডিয়ামের পাশের নেটে সাকিবকে ছাড়াই অনুশীলন করেছে। জানা গেছে, ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। পরে সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের ভারতের ভিসার ব্যবস্থা করা হয়।
পাকিস্তানে বাংলাদেশ দলের সিরিজ জয়ের পর ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে সেই ম্যাচের দুই ইনিংসে ১২ ও ০ রানে আউট হলেও বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৯৬ রানে ৫ উইকেট।
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। আগামী ২৭ সেপ্টেম্বরে কানপুরে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এরপর ৬, ৯ এবং ১২ অক্টোবর দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলবে।