বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
24 C
Dhaka
Homeবিশ্বমার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৫ ৩:০৪

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। বৈঠকেদুই পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকের সময় বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসে।

জয়শঙ্কর সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। বাংলাদেশ ও ভারত একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলেও, সম্প্রতি রাজনৈতিক কারণে দুদেশের মধ্যে কিছু টানাপোড়েন দেখা গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফিরিয়ে আনা নিয়ে কূটনৈতিক অস্বস্তি রয়েছে।

এছাড়া, এই বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। তারা একমত, আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কোয়াড (কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ) নিয়ে আলোচনার মাধ্যমে প্রশান্ত মহাসাগরে চীনা প্রভাব মোকাবেলা করাও তাদের আলোচনা বিষয় ছিল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর