বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫
24 C
Dhaka
Homeবিশ্বগাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বললেন জাতিসংঘ মহাসচিব

গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বললেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৪:৩৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ট্রাম্প সম্প্রতি গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করায় এ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গুতেরেস বলেন, সমাধান খুঁজতে গিয়ে আমাদের সমস্যা আরও খারাপ করা উচিত নয়। তিনি আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্বাস রাখার গুরুত্বও তুলে ধরেন এবং জাতিগত নিধন এড়িয়ে চলার ওপর জোর দেন।

গুতেরেস বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করতে হবে। এটি ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করার সুযোগ দেবে। তিনি আরও বলেন, গাজার পুনঃনির্মাণে বিশ্বের সব দেশের সাহায্য প্রয়োজন।

জাতিসংঘের ফিলিস্তিনি কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর গাজার গুরুত্ব উল্লেখ করে বলেন, গাজা আমাদের ভূমি এবং আমরা এটি ছেড়ে যাচ্ছি না। আমরা গাজাকে পুনঃনির্মাণ করতে চাই।
জাতিসংঘ দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে আসছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর