মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেছে গুম কমিশন।শুনানি শেষে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময় দিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এ ছাড়া জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলারও পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি।