ফটিকছড়ি উপজেলা সদরে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে এবং দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি নুরুল আমিন আরো বলেন, দেশকে সংষ্কার করতে হ্যাঁ ভোট দিন। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হয়, তাহলে জুলাইয়ের সৈনিকদের ক্রসফায়ার দিয়ে খুন করা হবে। তাই সারাদেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে দেশকে সংষ্কার করতে সহযোগিতা করুন।
ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর জব্বার, উপজেলা জামায়াতের সাবেক আমির নাজিম উদ্দিন সিকদার, ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। অনেকেই পরাজয় নিশ্চিত দেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নগ্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, হামলা, সন্ত্রাস ও হত্যার পথ বেঁচে নিচ্ছেন। তবে দিন শেষে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।


