বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
25.1 C
Dhaka
Homeজাতীয়সিইসি টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন

সিইসি টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫ ২:০০

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অপপ্রচার বন্ধের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, এই সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিদ্বেষমূলক অপপ্রচার না ছড়ানো হয়, সে বিষয়টি নিশ্চিত করা।

বৈঠকে টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম উপস্থিত ছিলেন।

তবে, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে টিকটকের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এটিকে শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে বিস্তারিত আলোচনা এড়িয়ে যান।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর