বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
25 C
Dhaka
Homeজীবনযাপনআয়না পড়াশোনা ও সংসার চালান রিলস ভিডিওর আয় দিয়ে 

আয়না পড়াশোনা ও সংসার চালান রিলস ভিডিওর আয় দিয়ে 

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫ ২:০৯

আয়না তঞ্চঙ্গ্যার বয়স ২৩ বছর। বাংলাদেশের রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের এই আদিবাসী নারী গত বছর ফেসবুকে ভিডিও পোস্ট করা শুরু করেন। উদ্দেশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ যোগানোরপাশাপাশি পরিবারকেও সহায়তা করা। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে আরো অনেক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট শেয়ার করছেন।

ফেসবুকে এক পরিচিত মুখ আয়না তঞ্চঙ্গ্যা। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। আয়না বলেন, ‘আমি গত বছর জুলাই মাসের দিকে ভিডিও বানানো শুরু করি। আমি সাধারণত রিলস ভিডিও বানাই।’

আয়না দারিদ্র্য থেকে মুক্তি চান। নিজের উচ্চশিক্ষার খরচ মেটাতে চেয়েছেন নিজেই। আর তাই মোবাইলে গ্রামের জীবন ধারণ করতে শুরু করেন। তার গ্রামে বিদ্যুৎ এবং ইন্টারনেট না থাকায় ভিডিও আপলোড করতে পাহাড়ে উঠতে হয়। কারণ উঁচু স্থান থেকে ইন্টারনেট পাওয়া যায়।

মোবাইলে চিত্রগ্রহণ, সম্পাদনা, গল্প বলা সবই নিজে নিজে শিখেছেন আয়না। অনেক মানুষ আয়নার ভিডিও দেখেন। তিনি মাসে ফেসবুক থেকে গড়ে ৪০-৫০ হাজার টাকা আয় করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য এই অর্থ যথেষ্ট। তবে তার আদিবাসী সম্প্রদায়ের কেউ কেউ বিষয়টি পছন্দ করেননি।

আয়না বলেন, ‘আমি যখন প্রথম দিকে ফেসবুকে ভিডিও পোস্ট করা শুরু করেছিলাম, তখন অনেকে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতো। বিষয়টা বাজে ভাবে নিয়েছিল। অনেকে পাগল বলতো।’

অনেক সমালোচনা সত্ত্বেও আয়না এগিয়ে গেছেন। লাখো মানুষ তার কনটেন্ট নিয়মিত দেখেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর