বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
26 C
Dhaka
Homeজাতীয়মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর মওকুফের মেয়াদ আরও ৬ মাস বাড়ালো

মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর মওকুফের মেয়াদ আরও ৬ মাস বাড়ালো

প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৫ ৮:২১

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুসংবাদ দিলো সরকার। মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর বাভ্যাট মওকুফের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। ফলে আগামী জুন পর্যন্ত যাত্রীদের আর বাড়তি শুল্ক গুনতে হবে না। পাশাপাশি আগামী বছরের হজের বিমান টিকিটেও আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে এই দুই বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ভেটিং হয়েছে এবং আদেশ জারির জন্য বিষয়টি এখন মন্ত্রিসভায় রয়েছে।

গত অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে এনবিআর ভ্যাট আরোপ করেছিল। কিন্তু এই ভ্যাট কীভাবে আদায় করা হবে, তা বুঝে উঠতে না পারায় তদারক সংস্থা ডিএমটিসিএল জটিলতায় পড়ে। আন্তঃমন্ত্রণালয়ের কারিগরি কমিটিতেও সমস্যার সমাধান না হওয়ায় চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির কথা জানায় এনবিআর। সেই অব্যাহতির মেয়াদই এখন আরও ছয় মাস বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা মেট্রোরেল যাত্রীদের জন্য স্বস্তি নিয়ে এলো।

এদিকে, আগামী বছর যারা হজ করবেন, তারাও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহারের সুবিধা পাবেন। চলতি বছর হজ করা যাত্রীরাও এই সুবিধা পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর