বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeস্বাস্থ্যরোবটের সফল সার্জারি হলও চিকিৎসকের নির্দেশনায় 

রোবটের সফল সার্জারি হলও চিকিৎসকের নির্দেশনায় 

প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৫ ৮:২৭

মস্তিষ্ক সার্জারিতে রোবটের ব্যবহারের এক নতুন যুগের সূচনা হলো। স্কটল্যান্ডে বসে হাজার কিলোমিটার দূরেরপ্যারিসে একটি শূকরের মস্তিষ্কে রোবট ব্যবহার করে সফল স্ট্রোক সার্জারি সম্পন্ন করেছেন স্কটল্যান্ডের নিউরো-রেডিওলজিস্ট অধ্যাপক আইরিস গ্রুনওয়াল্ড।

এই ঐতিহাসিক অপারেশন দূরবর্তী রোবটিক প্রযুক্তির মাধ্যমে স্ট্রোক চিকিৎসায় বিপ্লবের সম্ভাবনা দেখাচ্ছে। লিথুয়ানিয়ার একটি মেডটেক কোম্পানির তৈরি বিশেষ রোবট সিস্টেম ব্যবহার করে এই সার্জারি পরিচালনা করা হয়। ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত এই প্রক্রিয়ায় অধ্যাপক গ্রুনওয়াল্ড শূকরের মস্তিষ্কের রক্ত জমাট সফলভাবে অপসারণ করতে সক্ষম হন।

ইউনিভার্সিটি অব ডান্ডির প্রফেসর আইরিস গ্রুনওয়াল্ড রয়টার্সকে জানান, এটিই প্রথমবার যখন এমন রোবট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে মস্তিষ্কের রক্তনালীর ব্লকেজ দূর থেকে সরানো সম্ভব। এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর কাছে উপস্থিত না থেকেও জটিল অপারেশন করতে পারেন। বিশেষভাবে তৈরি এই রোবটটি সাধারণ অপারেটিং থিয়েটারের যন্ত্রপাতি ব্যবহার করে এবং সার্জনকে বাস্তব সময়ের স্পর্শগত অভিজ্ঞতা বা নিয়ন্ত্রণ ও ফিডব্যাক যথাযথভাবে সরবরাহ করে, যা মস্তিষ্কের মতো সংবেদনশীল চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি।

অধ্যাপক গ্রুনওয়াল্ড আরও বলেন, তিনি একই ধরনের টিউব, তার ও যন্ত্রপাতি ব্যবহার করেছেন, শুধু পার্থক্য হলো, তিনি ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করছেন এবং বিশ্বের অন্য প্রান্তে থাকা কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াটি সম্পন্ন করছে। এই সফল অপারেশন প্রমাণ করে যে হাসপাতালের বাইরে পর্যন্ত স্ট্রোকের চিকিৎসা সম্প্রসারণ করা সম্ভব।

এক্ষেত্রে, বিশেষজ্ঞকে রোগীর কাছে নিয়ে আসার পরিবর্তে, রোবটের মাধ্যমে রোগীকে বিশেষজ্ঞের কাছে আনা সম্ভব হবে, যা চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। এই রোবোটিক সিস্টেমটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেয়েছে এবং কোম্পানিটি ২০২৬ সালে এটি বাজারে আনার লক্ষ্য রাখছে।

তবে রোগীদের চিকিৎসায় ব্যবহারের আগে এই সিস্টেমটিকে এখনও ক্লিনিক্যাল ট্রায়াল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রক অনুমোদন পেতে হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর