বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
22 C
Dhaka
Homeআইন আদালতখালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জাপা নেতা টিপু কারাগারে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জাপা নেতা টিপু কারাগারে

আপডেট: নভেম্বর ১৫, ২০২৪ ১০:০৮
প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৪ ৯:৫৮

রাজধানীর মগবাজার এলাকায় ৬ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে ১৪ নভেম্বর সন্ধ্যায় বরিশাল-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান থেকে আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন বাবুল সরদার চাখারী। এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। টিপু এ মামলার ৫১নং এজাহার নামীয় আসামি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর