বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
26 C
Dhaka
Homeবাংলাদেশদৌলতদিয়ার ৭নং ফেরিঘাট বন্ধ

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট বন্ধ

আপডেট: জানুয়ারি ১১, ২০২৫ ৬:১০
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৫ ৪:০৬

দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার রাজবাড়ীর দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে ফেরিঘাটের পল্টুনটি মেরামত ও স্থানান্তরের কারণে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। জানা যায়, ৭নং ফেরি ঘাটের পল্টুনটি পুরোনো হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে এ পল্টুনটি জরুরিভাবে এখান থেকে স্থানান্তর করা হয়েছে। সে কারণেই ঘাটটি বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন আগে স্থাপিত পল্টুনটির অবস্থা দুর্বল হয়ে পড়েছিল। ফেরি থেকে গাড়ি ওঠানামার সময় ভালো কন্ডিশনের পল্টুন দরকার, তাই দ্রুতই এ পল্টুনটি মেরামতের জন্য স্থানান্তর করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাটে ৭টি পল্টুনের মধ্যে সবসময় ৩টি পল্টুন চালু থাকে। কিন্তু আজ সকাল থেকেই ৭নং ফেরি ঘাটের গুরুত্বপূর্ণ পল্টুনটি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের জন্য যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের এই পল্টুনটা দিয়ে দীর্ঘদিন ধরে ফেরি চলাচল করছে। একটা নির্দিষ্ট সময় পরে পল্টুনগুলো আমাদের মেরামত করতে হয়। মেরামত করে ওটাকে আবার চলাচলের উপযোগী করতে হয়। আজ সকাল সাড়ে ১০টা থেকে আমরা এটা পরিবর্তনের কাজ শুরু করেছি। পাটুরিয়া ঘাটে আমাদের একটা রেডি পল্টুন আছে। রোরো পল্টুন-৮ পাটুরিয়া ঘাট থেকে পল্টুন আসছে। অতি দ্রুতই আমরা এখানে সেটি সেট করে আবার এই ঘাট চলাচলের উপযোগী করতে পারবো।

তবে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দৌলতদিয়া প্রান্তের ৭নং ফেরি ঘাট এই মুহূর্তে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে। এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুরোনো পল্টুনটি এখান থেকে নেওয়া হয়েছে, আবার নতুন করে এখানে পল্টুন বসালে ফেরিগুলো পল্টুনে ভিড়তে পারবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর