রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরবিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

আপডেট: আগস্ট ২৩, ২০২৫ ৯:৩৯
প্রকাশ: আগস্ট ২৩, ২০২৫ ৯:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নাজিরহাট পৌরসভার জেলা পরিষদ মার্কেট চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও নতুন সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, শিল্পপতি ও ফটিকছড়ি-চট্টগ্রাম-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সরোয়ার আলমগীর।
তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রতিটি এলাকায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা নাছির উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, সফিউল আলম, নূরুল ইসলাম, মুনসুর আলম চৌধুরী, শাহারিয়ার চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, সিরাজ দৌলাহ দুলাল, ডা: সফি, ডা: বদি, লিটু, শহীদ, কাউন্সিলর বেলাল, রশিদ চৌধুরী, জিয়াউল হাসনাত ফরহাদ, বাবর, গাজী আমান উল্লাহ, ফারুক, পিকেট, বেলাল বিন নূর, শামীম আলমগীর রুবেল, এমদাদ, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু, আরাফাত তূষার, এনাম, শেখ সুমন, ইউনুস, আরমান, একরাম, মহিন উদ্দিন, আবু বকর চৌধুরী, ওসমান, অভি, নজিবুল করিম, সোলেমান, আলাউদ্দীন ও

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর