সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫
25 C
Dhaka
Homeজেলার খবরগোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের নেতৃত্বে ফিমেল হায়ারারকি

গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের নেতৃত্বে ফিমেল হায়ারারকি

প্রকাশ: নভেম্বর ৩, ২০২৫ ৭:১৭

আন্তর্জাতিক ছায়া জাতিসংঘের সংগঠন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি) এর ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

শনিবার (১ নভেম্বর) এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী পুষ্পিতা রঞ্জন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োটেকনিক্যাল এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম এবং নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনিক্যাল এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী নিশাত নাবিলা।

নবনির্বাচিত সভাপতি পুষ্পিতা রঞ্জন বলেন, “জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সংগঠন যারা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করে। ইতিমধ্যে আমরা দক্ষিণ বঙ্গের সবচেয়ে প্রভাবশালী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এমন একটি সংগঠন যার গন্ডি কেবল ৫৫ একর নয় বরং পুরো বাংলাদেশ, সেই সংগঠনের প্রধান হয়ে পুরো বাংলাদেশের মাঝে গোবিপ্রোবিকে যেন আরও গর্বের সাথে উপস্থাপন করতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

সাধারণ সম্পাদক তাসফিয়াহ তাসনিম বলেন, “জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলকে ধন্যবাদ আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করার জন্য। আশা করি সবার সহযোগিতা ও চেষ্টায় আমি এবং আমার এই পুরো কমিটির সবাই আমাদের ক্লাবকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো”।

এবং ক্লাবের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক নিশাত নাবিলা বলেন, “জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল এ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এই পদ শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং এটি ক্লাবের কর্মকাণ্ডকে সুসংগঠিত ও সফলভাবে পরিচালনা করার সুযোগ এবং একান্ত দায়িত্বের প্রতিফলন। আমি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং দলীয় সহযোগিতার মাধ্যমে আমাদের ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

উল্লেখ্য, ২০২০ সালে গঠিত জিএসটিইউজিএসি প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং কর্মশালার আয়োজন করে আসছে।

এদিকে নতুন কমিটির হাত ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ তাদের অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২৫ আয়োজন করবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর