রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
33 C
Dhaka
Homeবিনোদনভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা জন্য শক্তি লাগে,লজ্জা নয় : শবনম ফারিয়া

ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা জন্য শক্তি লাগে,লজ্জা নয় : শবনম ফারিয়া

প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৫ ১২:২৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনার কেন্দ্রে। শুরুর দিকে টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা এই তারকা ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনযজীবন শুরু করেন। এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয়।

সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ফারিয়া। বিয়ের পর সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার মাঝে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। ফারিয়া মন্তব্য করেছেন, একটি সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। এর জন্য শক্তি লাগে, লজ্জা নয়।

শনিবার (২৫ অক্টোবর) ওই পোস্টে অভিনেত্রী লেখেন, কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন আমাদের মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে (যদি না এর মাঝে কোনো বিশ্বাসঘাতকতা থাকে)।

এরপর তিনি যোগ করেন, যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়।

অনুরাগীদের উদ্দেশ্যে ফারিয়া বলেন, দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না। কটু কথা বলবেন না। কারণ, আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।

নেটিজেদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে তা কেউ জানে না।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর