শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
19 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠিতে ৫টি ড্রেজার জব্দ

ঝালকাঠিতে ৫টি ড্রেজার জব্দ

প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৪ ৯:৫৭

বৃহস্পতিবার দুপুরে ৩টি পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকা, সুগন্ধা-বিষখালী-গাবখান মোহনা এবং বিষখালী নদী থেকে এসব ড্রেজার জব্দ করা হয়। সিনিয়র সহকারী কমিশনার ও এনডিসি শ্যামানন্দ কুন্ডু এর নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনডিসি শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে।

পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর