সে ভাদাইল নিবাসী মোঃ চাঁন মিয়ার ছেলে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির মহোদয়ের নির্দেশক্রমে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে গুলি করে হত্যা মামলার আসামী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির জানান, আসামী রাজু আহম্মেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছে। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমনের ফুটেজ পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এ বিষয়ে একাধিক তথ্য ও ফুটেজ মিলেছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে