বুধবার, জুলাই ১৬, ২০২৫
বুধবার, জুলাই ১৬, ২০২৫
27.6 C
Dhaka
Homeবাংলাদেশগণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার-হয়রানি নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার-হয়রানি নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৪ ৪:০৩

গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে মাঠে থেকে আন্দোলনের পক্ষে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

এ ব্যাপারে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা পাশাপাশি কোনো ধরনের অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর