শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুরখাঁরহাট বাজারের উত্তর পাশে নাজিরহাট–কাজিরহাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে শত শত এলাকাবাসী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিল আলম মেম্বার, জামায়াত নেতা এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণি, চুঁরখারহাট মাদ্রাসার পরিচালক মাওলানা জাফর আহমদ, মাষ্টার মোঃ জসিম উদ্দিন, যুবনেতা মোঃ নাসির উদ্দীন, মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ মোহাম্মদ ফারুক, আবু বক্কর, আবু তৈয়ব, ডাঃ মোহাম্মদ ফরিদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার হাজারো মানুষ জলাবদ্ধতার কাছে জিম্মি হয়ে আছে।বিকল্প ব্যবস্থা ছাড়াই অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের জায়গা-নালা ভরাট করে পাকা ভবন ও দেয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিবার বৃষ্টিতেই বিশাল এলাকা জুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা বেশ কিছুদিন পর্যন্ত স্থায়ী হয়।
এতে করে স্থানীয় বাজার, বসবাসের ঘরবাড়ি ও আশপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি ছোট শিশু ও কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী ক্ষোভের সাথে বলেন, “প্রতিটি বর্ষায় আমরা শতাধিক পরিবারের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়ি, ঘরে খাবার পর্যন্ত রান্না করা যায়না। ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না, শিক্ষার্থীদের পরীক্ষাও মিস হচ্ছে।”
যদি প্রশাসন উদ্যাগী হয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা বা বিকল্পভাবে কালভার্ট নির্মাণ করে, মুহূর্তেই এ সমস্যার সমাধান হতে পারে বলে অভিমত এলাকাবাসীর।
এলাকাবাসী অবিলম্বে নাজিরহাট পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পানি নিষ্কাশনের জন্য জরুরি হস্তক্ষেপ দাবি করেন।