বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে মোর্শেদ নামের ওই দলিল লেখককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবায় অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।


