শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
27 C
Dhaka
Homeআন্তর্জাতিকসৌদিতে জরুরি অবতরণ,ইসরায়েলি যাত্রীবাহী বিমানের

সৌদিতে জরুরি অবতরণ,ইসরায়েলি যাত্রীবাহী বিমানের

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১:৫২

দুবাই থেকে তেল আবিবগামী ইসরায়েলি যাত্রীবাহী একটি বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি অবতরণ করেছে। হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করা এফজেড-১১২৫ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ১৭ মিনিটে উড্ডয়ন করে। কিন্তু এক ঘণ্টারও বেশি সময় পর ফ্লাইটের এক ইসরায়েলি যাত্রী স্ট্রোকে আক্রান্ত হলে বিমানটি রিয়াদের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

চ্যানেল ১২ জানিয়েছে, অসুস্থ হয়ে পড়া ওই ইসরায়েলি যাত্রীকে রিয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা দ্রুতই বিকল্প ব্যবস্থায় তেল আবিবে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে ও হামাসের ৭ অক্টোবর ২০২৩-এর হামলার আগে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক অগ্রগতির কাছাকাছি পৌঁছেছিল বলে জানা যায়। দুই দেশের সম্পর্ক উষ্ণ হতে শুরু করার মধ্যেই এই জরুরি অবতরণের ঘটনাটি ঘটল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর