শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
20 C
Dhaka
Homeজেলার খবরআশুলিয়ায় দশ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

আশুলিয়ায় দশ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

আপডেট: মে ৯, ২০২৪ ৭:০১
প্রকাশ: মে ৯, ২০২৪ ৬:৪১

 ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার করেছেন আশুলিয়া প্রশাসন।

রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ আশরাফুর রহমান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজায় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারী খাস জমি দখল করে রেখেছিলেন। ঢাকা জেলা প্রশাসকর উদ্যোগে তিনি ওই জমি দখল মুক্ত করেন। পরে সেখানেএকটি সরকারী সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এই সম্পত্তির উপর নির্মাণকৃত সকল অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট । তিনি আরও বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্নজনের দখলে থাকা সকল সরকারী সম্পত্তি দখলমুক্ত করা হবে।

এসময় আশুলিয়া রাজস্ব অফিসের কানুনগো মোঃ হাবীবুল্লাহ খান ও সার্ভেয়ার মোঃ আবু বকর ছিদ্দিক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর