শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
30 C
Dhaka
Homeজেলার খবরস্বেচ্ছাসেবক দলনেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়েছে নলছিটি শ্রমিক দল

স্বেচ্ছাসেবক দলনেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়েছে নলছিটি শ্রমিক দল

প্রকাশ: আগস্ট ৩০, ২০২৪ ২:৪৯

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক দলনেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানোর অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে। নলছিটি শহরের টিএন্ডটি সড়কে এ ঘটনা ঘটে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী ও শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা মেহেদী হাসান তারেকের নলছিটির ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা।

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান লোকজন নিয়ে তারেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি মেহেদী হাসান তারেকের বাবা সাবেক পৌর কাউন্সিলর তোফায়েল আহমেদ চন্দন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেন।

ওই ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলে দিচ্ছে না শ্রমিক দল নেতাকর্মীরা। বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানানো হলেও কোন প্রতিকার পাচ্ছে না ওই স্বেচ্ছাসেবক দলনেতা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর