শনিবার (৩১ আগস্ট) সকালের দিকে উপজেলার শ্যামকুড় ইউপির লড়াই ঘাট বিওপি সীমান্ত পিলার ৬১/১৩৭ আর এলকা থেকে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামকুড় লড়াইঘাট বিওপি এলাকার গ্রামের মাঠে নাজমুল নামের এক কৃষকের জমিতে একটি গোলা পড়ে রয়েছে বলে স্থানীয়রা বিজিবিকে জানায়। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটিকে ৫১ মিমি মটারের অবিস্ফোরিত ইলুমিনেটিং শেল বলে শনাক্ত করা হয়। যা ভারতীয় সামরিক বাহিনী এবং বিএসএফ কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে।
অবিস্ফোরিত মটার শেলটি মহেশপুর থানা পুলিশের সহায়তায় নিস্কৃয় করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।