রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
32 C
Dhaka
Homeজেলার খবরনাসিংপেশার সংস্কারে দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

নাসিংপেশার সংস্কারে দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:০৮

নার্সিং পেশার উন্নয়ন ও সংস্কারের দাবিতে সারাদেশে ন্যায় ঝালকাঠিতে "Stay for One Point Demand" কর্মসূচির অংশ হিসেবে কৃত্তিপাশা ও পাশা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছেন।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়, যেখানে নার্স ও মিডওয়াইফারিরা অংশগ্রহণ করেন।আজ ঝালকাঠির দু শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করেন।

তাদের প্রধান দাবি হলো, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নন-নার্সিং প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করা। আন্দোলনকারীরা জানান, প্রশাসনিক আশ্বাসের পরও তাদের দাবি উপেক্ষা করে সম্প্রতি নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তারা মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং প্রশাসনের কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে দক্ষ নার্স কর্মকর্তাদের সঠিক পদায়নের আহ্বান জানান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর