বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
19 C
Dhaka
Homeবিনোদনহিরো আলম জমা দিতে পারলেন না মনোনয়নপত্র 

হিরো আলম জমা দিতে পারলেন না মনোনয়নপত্র 

প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫ ১:৫২

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। নির্ধারিত সময়ের আধা ঘণ্টাপরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান তা জমা নেননি।

এর আগে আজ দুপুর ১২টার দিকে আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম ৫টার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেনি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেয়া হয়নি।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর