বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
19 C
Dhaka
Homeবিনোদনবছরের শুরুতেই অচল ‘নেটফ্লিক্স’, ঘটনা কী

বছরের শুরুতেই অচল ‘নেটফ্লিক্স’, ঘটনা কী

প্রকাশ: জানুয়ারি ১, ২০২৬ ১:২৮

আজ, বাংলাদেশ সময় সকালে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুমের শেষ পর্ব। পুরো বিশ্বের ভক্তরা এই পর্বটি দেখার জন্য উত্তেজিত ছিলেন এবং তাদের উন্মাদনা এতটাই ছিল যে, নেটফ্লিক্সের সার্ভার পর্যন্ত ক্র্যাশ হয়ে যায়।

মুক্তির পরপরই নেটফ্লিক্সের ব্যবহারকারীরা স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছিলেন না। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে, সিরিজটির শেষ পর্ব মুক্তির পর এক মিনিটের মধ্যে সার্ভার অচল হয়ে পড়ে। কয়েকবার রিফ্রেশ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর আগে একই ধরনের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল নেটফ্লিক্স, বিশেষ করে ২৬ নভেম্বর পঞ্চম মৌসুমের প্রথম চারটি পর্ব মুক্তির সময়।

যারা সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের পর্দায় নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘নেইল্ড ইট!’-এর একটি ছবি দেখানো হচ্ছিল, যেখানে লেখা ছিল, কিছু একটা সমস্যা হয়েছে। দুঃখিত, আপনার অনুরোধটি সম্পন্ন করতে আমরা সমস্যায় পড়ছি।

‘স্ট্রেঞ্জার থিংস’–এর পঞ্চম মৌসুম মুক্তির প্রথম সপ্তাহে (২২ থেকে ২৮ ডিসেম্বর) মোট ৩ কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে, যা ছিল নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক ভিউ। এর আগে, ২৬ নভেম্বর মুক্তির পর ৫ কোটি ৯৬ লাখ ভিউ নিয়ে সিরিজটি ইংরেজি ভাষার সিরিজ হিসেবে নেটফ্লিক্সের সবচেয়ে বড় উদ্বোধনী সপ্তাহের রেকর্ড গড়েছিল।

বড়দিনে মুক্তি পাওয়া পর্বগুলো ছিল নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা কনটেন্ট। একদিকে যেখানে প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হতে হয়েছে, অন্যদিকে সিরিজটির প্রতি দর্শকদের অদম্য আগ্রহ প্রমাণ করেছে এর ব্যাপক জনপ্রিয়তা।

এদিকে, ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের ফাইনাল পর্বটি নববর্ষের আগের রাতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে।

সিরিজটির সহ-নির্মাতা রস ডাফার জানিয়েছেন, প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য বর্তমানে ১১ লাখ দর্শক নিবন্ধন করেছেন। ৬২০টি প্রেক্ষাগৃহে মোট ৩,৫০০টি শো ইতিমধ্যে হাউসফুল হয়ে গেছে।

রস ডাফার ইনস্টাগ্রামে তার ভাই ও সহ-নির্মাতা ম্যাট ডাফার-এর সঙ্গে একটি পোস্টে লেখেন, ১০ বছরের এই যাত্রা একসঙ্গে শেষ করার এটাই সবচেয়ে সুন্দর উপায়। হয়তো লস অ্যাঞ্জেলেসে আপনাদের কারও সঙ্গে দেখা হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর