বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeবিনোদনশিল্পী সমিতি কি কাজে লাগে বুঝলাম না : বর্ষা

শিল্পী সমিতি কি কাজে লাগে বুঝলাম না : বর্ষা

আপডেট: মে ২৪, ২০২৪ ৮:২০
প্রকাশ: মে ২৪, ২০২৪ ৮:০৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বরাবরই উত্তেজনা তুঙ্গে। সদ্য নির্বাচিত হওয়া কমিটিও বাদ যায় নি।

বর্তমান সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ আক্তার যা নিয়ে এখন চলছে নানা সমালোচনা।

সেই সঙ্গে চলছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ! ডিপজল-নিপুণ ইস্যুতে মন্তব্য করে আলোচনায় এলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডিএ তায়েব। নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হতে পারেও বলে জানান তিনি।

এমতাবস্থায় চিত্রপাড়া যখন শোরগোলে ব্যস্ত তখন সোশ্যালে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষা জানান, শিল্পী সমিতি শিল্পীদের কি কাজে লাগে সেটা তিনি আজও বুঝে উঠতে পারেন নি।

তিনি লিখেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিক এর এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষ এর এত ধৈর্য।

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল আসন্ন ঈদুল আজহায় গাবতলি গরুর হাট ইজারা নিয়েছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, শিল্পীদের গরুর হাটে চাকরি দেবেন তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর