বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
26 C
Dhaka
Homeস্বাস্থ্যস্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২৫ ৮:৫৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে তাৎক্ষণিকভাবে তার চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক(প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।

মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ওই চিকিৎসককে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মনের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আজ সকালে ‘শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ’-শীর্ষক একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

সেমিনারে অংশগ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মহাপরিচালক ও তার মধ্যে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তাকে বহিষ্কারের নির্দেশ দেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর