সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
20 C
Dhaka

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এখন শুধু বাকী টি-টোয়েন্টিতে জয়। সেই মিশনে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হাসান শান্ত।

নেপিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা।

এর আগে টানা দুই ওয়ানডে হেরে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে ইতিহাস গড়ে। স্বাগতিকদের বিপক্ষে তাদের ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে এটাই বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশ এককাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫২

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জনায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ১৮৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৩৫টি ইনজেকশন, ৫২ বোতল ফেনসিডিল ও ৭০ বোতল দেশীমদ জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ১৫২

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৭ জন, ঢাকায় এ সংখ্যা ৩৫ জন। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৭০১ জনে।

আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৮৭১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ৮৩০ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে ৩২৭ জন ঢাকায় এবং ৬৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শেখ হাসিনার উন্নয়ন কিচ্ছা-কাহিনীকেও হার মানিয়েছে: তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতবার আমরা বলেছিলাম গ্রামগুলোকে শহরের মতো বানাব। গ্রামগুলো এখন শহরের মতো হয়ে গেছে। শেখ হাসিনার উন্নয়ন কিচ্ছা কাহিনীকেও হার মানিয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাটস্থ রাঙ্গুনিয়া ক্লাব মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগে কার্পেটিং রাস্তা ছিল শহরে। এখন গ্রামের সব রাস্তা-ঘাট পাকা হয়ে গেছে। কোনো জাদুর কারণে এই পরিবর্তন হয়নি, এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। ১৫ বছর আগে কাপ্তাই সড়ক ছাড়া রাঙ্গুনিয়ায় কোনো কার্পেটিং রাস্তা ছিল না। এখন রাঙ্গুনিয়ার অভ্যন্তরে কার্পেটিং ছাড়া কোন রাস্তাটা আছে, সেটি গুণে দেখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ঈদ, পূজা-পার্বণে ১৫ টাকা কেজি চাল, ২০০ টাকায় ৩০ কেজি চাল, বিনামূল্যে চাল, ফেয়ার প্রাইজ কার্ড, টিসিবি’র কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ ১৮ রকমের ভাতা দিচ্ছে সরকার। আবার নারীদের কাছে মোবাইলে সরকারের টাকা পৌঁছে যায়। এসব আমরা আগে ছোট থাকতে কিচ্ছা-কাহিনীতে শুনতাম।

রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সেলিম সভা সঞ্চালনা করেন।

নির্বাচনে যারা আসেনি জনগণ তাদের ভুলে গিয়েছে: নাছিম

0

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি সুন্দর নির্বাচন করতে চাই। আর এ জন্য যারা নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত  সকলকেই যার যার অবস্থান থেকে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন প্রতিযোগিতা মূলক হোক সেটা আমরা চাই। যারা নির্বাচনে আসেনি দেশের জনগণ তাদের ভুলে গিয়েছে। যারা ট্রেন মিস করে সে যাত্রীদের খোঁজ কেউ রাখেনা। এখন ট্রেন থামানোর চেষ্টা করেও কোন লাভ নেই। ট্রেন চলছে এবং সেটি তার গন্তব্যে পৌঁছাবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখেছি তা আমাদের আনন্দিত করেছে। দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা অভিভূত। মানুষের চোখে মুখে আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখতে পেয়েছি।

নাছিম বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়াকে আমরা সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।আমরা চাই সন্ত্রাস ও সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে।আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আমরা রক্ষা করতে চাই। আমরা জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট  বাংলাদেশ গড়তে হলে আমাদের গণতান্ত্রিক চেতনাকে সমৃদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, যারা দেশের গণতন্ত্রের উপর আঘাত আনে এবং স্বৈরাচারের দোসর তাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। যারা জঙ্গিদের সমর্থন করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য।

বাহাউদ্দিন নাছিম সকাল ১০ টায় সেগুন বাগিচা পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার, চিটাগাং হোটেল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তারপর সেগুন বাগিচা বটতলা, অভিযান ক্লাব, সেগুন বাগিচা হাই স্কুল এলাকা, ঢাকা রির্পোটাস ইউনিট এলাকা, প্রেস ক্লাবের সামনে দিয়ে কদম ফোয়ারা এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ফজলুল হক হল,  শহীদুল্লাহ হল, আনন্দ বাজার, ফুল বাড়িয়া পশ্চিম এলাকা, বঙ্গ বাজার, গুলিস্থান গোলাপ শাহ মাজার হয়ে পীর ইয়ামেনি শাহ-শাহাব বাড়ি এলাকায় গণসংযোগ করেন।

বিকেলে তিনি ৮ নং ওয়ার্ডের এন এস পাম্প মেইন রোড থেকে গোপীবাগ, মতিঝিল ব্যাংক কলোনী, রূপালী সংসদ এলাকা, পরিজামিলা জামে মসজিদ হয়ে দক্ষিন কমলাপুর কবরস্থান, আই.সি.ডি গেট হয়ে কমলাপুর বি.আর.টি.সি বাস ডিপো এলাকা, কবি জসিমউদ্দিন রোড এলাকায় গণসংযোগ ও পল্লী কবি জসিমউদ্দিন এর বাড়িতে মতবিনিময় সভা শেষে সাগুপ্তা নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ে এলাকায় গণসংযোগ করন এবং সন্ধ্যায় বাইতুল মোকারম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন।

জনসংযোগকালে আওয়ামী লীগ নেতা নির্মল গোঁশ্সামী, শাহ আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি ডা. দিলীপ রায়, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার  পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সস্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ রতন, মহিলা কাউন্সিলয় চামেলীসহ শত শত নেতাকর্মী তার সাখে ছিলেন।

৪৩তম বিসিএসে ক্যাডার-নন ক্যাডারে সুপারিশ পেলেন যারা

0

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন ক্যাডার পদে ২ হাজার ১৬৩ এবং নন-ক্যাডার পদে ৬৪২ জন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৮টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ১৬৩টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

ভিসা ছাড়াই যে অপরুপ সৌন্দর্যের দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

0

নিজেদের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তুরস্কসহ বেশ কিছু দেশ ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে। এবার একই ধরনের উদ্যোগ নিল পূর্ব আফ্রিকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়া। বাংলাদেশিসহ বিশ্বে সব দেশের নাগরিকরাই আর পাঁচ দিন পর ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশটির সরকারের বরাত এ খবর জানিয়েছে সিএনএন।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো গত ১২ ডিসেম্বর ঘোষণা দেন, কেনিয়ায় আসতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কোনো দেশের নাগরিক বা পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না।

তিনি জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা।

স্বাধীনতা লাভের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানী নায়রোবিতে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট রুট্টো ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বের কোনো অঞ্চলের মানুষকে কেনিয়ায় আসার জন্য আর ভিসার ভার বহন করতে হবে না। আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট্টো।

এর আগে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, ২০২৩ সালের পর আফ্রিকার দেশগুলোর মানুষদের কেনিয়ায় আসতে আর কোনো ভিসা লাগবে না। এখন বিশ্বের সব দেশের মানুষদের জন্যই এ ব্যবস্থা করেছেন তিনি।

প্রসঙ্গত, পূর্ব আফ্রিকার দেশটির অর্থনীতিতে পর্যটন খাত বড় ভূমিকা রাখে। দেশটিতে যাওয়া পর্যটকরা সাফারি উপভোগের সুযোগ ও ভারত মহাসাগরের উপকূলে ছুটির দিন উপভোগ করেন।

 

বিশ্বব্যাংক থেকে ১৩৪ কোটি ডলার পেল ইউক্রেন

0

বিশ্বব্যাংক থেকে ১ দশমিক ৩৪ বিলিয়ন (১৩৪ কোটি) ডলার পেয়েছে ইউক্রেন। অ-নিরাপত্তা সম্পর্কিত আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় এ তহবিল দেয়া হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিলম্ব রাশিয়ার হামলা প্রতিহত করার ক্ষমতায় প্রভাব ফেলতে পারে, এমন সতর্কতা জানিয়েছিল কিয়েভ। এ পরিস্থিতিতে এসে বিশ্বব্যাংকের এ তহবিল ইউক্রেনকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

বিবৃতিতে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় উল্লেখ করেছে, এটি ইউক্রেনে প্রশাসনিক সক্ষমতা সহনশীলতার জন্য জনসাধারণের ব্যয় (পিস) প্রকল্পের অধীনে ষষ্ঠ অতিরিক্ত অর্থায়ন। এর মধ্যে ১ দশমিক ০৮৬ বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের, ১৯০ মিলিয়ন ডলারের অনুদান নরওয়ের, ৫০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের, আর ২০ মিলিয়ন ডলার সুইজারল্যান্ডের।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেনের রাষ্ট্রীয় বাজেটে অ-নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কিত ব্যয়ের ক্ষেত্রে এ তহবিল ব্যবহার করা হবে। এর সঙ্গে রয়েছে বয়স্ক ভাতা এবং জরুরি পরিষেবা সংস্থার কর্মচারীদের বেতন-ভাতা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছর হতে চলল। এখনো দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী

0

ভোটের মাঠে আগামী ৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন তারা মাঠে থাকবে। এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হলো।

সশস্ত্র বাহিনীর নিয়োজিত দলসমূহ ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত ইন্সট্রাকশন রিগার্ডিং এইড টু দ্যা সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরিচালিত হবে। মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।

যেসব সহায়তা করবে সশস্ত্র বাহিনী

১. সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে।

২. রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে জেলা/উপজেলা/থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হবে।

৩. নির্বাচনী সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে।

৪. সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে এলাকাভিত্তিক ডেভেলপমেন্ট প্ল্যান চূড়ান্ত করা হয়ে যান বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর অনুরোধক্রমে চাহিদামত আইনানুগ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে।

৫. ভোটগ্রহণের দিন, তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ ও মোতায়েনের সময়কালসহ বিস্তারিত পরিকল্পনা করতে হবে।

চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগের লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনে আগে থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির উপর প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করার নিমিত্তে অগ্রগামী/রেকিদল প্রেরণ করা যাবে। রেকিদলসমূহ সীমিত রাখার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর বিস্তারিত মোতায়েন নির্দেশিকা পরবর্তীতে প্রেরণ করা হবে। সশস্ত্র বাহিনীর নির্বাচনে মোতায়েন সংক্রান্ত কার্যক্রম সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক সমন্বয় করা হবে।

২৯ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগে একটি সমন্বয় সেল পরিচালনা করা হবে। এছাড়াও বাহিনীসমূহ প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে। সশস্ত্র বাহিনী নিয়োগ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার তথা সামরিক/বেসামরিক যানবাহনের জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও ভাড়া, সশস্ত্র বাহিনী সদস্যদের দৈনিক ভাতা, কন্টিনজেন্সি, ক্যাম্প/বাসস্থান, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং টেলিফোন বিল নির্বাচন কমিশন কর্তৃক বহন করা হবে।

নোবিপ্রবিতে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু

0

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা৷

সোমবার (২৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের ‘নোবেল পুরস্কার’ খ্যাত আন্তর্জাতিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস পর্যায়ের রেজিষ্ট্রেশন কার্যক্রম।

পঞ্চমবারের মতো শুরু হওয়া এই অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে টিম রেজিস্ট্রেশন লিংকটি উন্মুক্ত করা হয়েছে।

এ বছর অফলাইনে রেজিষ্ট্রেশন বুথ বসানোর কথা থাকলেও শীতের ছুটির কারণে অনেক ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাওয়ায় এবারের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুধুমাত্র অনলাইনে চলবে। এবারের হাল্ট প্রাইজে কোনো রেজিষ্ট্রেশন ফি নেই।

আন্তর্জাতিক এই প্লাটফর্মে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সার্টিফিকেট এবং স্পেশাল মেন্টরদের দ্বারা গ্রুমিং সেশন, যার মাধ্যমে তারা তাদের বিজনেস আইডিয়াকে নিয়ে যেতে পারবে অনন্য উচ্চতায়।

দলগতভাবে প্রতিযোগীরা নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমবারের মতো এবার কোন নির্ধারিত থিম থাকছে না।

যেকোনো এসডিজি গোলের সাথে সমন্বয় করেই যেকোনো টিম বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবে। এবারের হাল্ট প্রাইজের মূল প্রতিপাদ্য ‘আনলিমিটেড’ অর্থাৎ এসডিজির (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) ১৭টি লক্ষের সমন্বয়ে যেকোন একটি অথবা একাধিক লক্ষমাত্রা মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে হবে।

অন-ক্যাম্পাস প্রোগামে তিনটি রাউন্ডের মধ্যে আইডিয়া সাবমিশন রাউন্ড, সেমি ফাইনাল: প্রেজেন্টেশন স্লাইড ব্যবহার করে উপস্থাপনা ও ফাইনাল: স্লাইড ব্যবহার করে উপস্থাপনার জন্য দল গঠনের ক্ষেত্রে একটি দলে ৩/৫ জন সদস্য হতে হবে। নোবিপ্রবির যেকোনো ডিপার্টমেন্টের বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। ৫ সদস্য নিয়ে গঠিত দলের ক্ষেত্রে চাইলে ৫ম তম সদস্য হিসেবে অন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা যাবে। অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলের জন্য রয়েছে পুরষ্কার এবং অংশগ্রহণকারী সবার জন্য রয়েছে সার্টিফিকেট ও বিশিষ্ট মেন্টরদের সাথে গ্রুমিং সেশন।

হাল্ট প্রাইজ প্রতিযোগিতাটি চারটি ধাপে হয়ে থাকে। অন ক্যাম্পাস রাউন্ড, রিজিওনাল সামিট, গ্লোবাল একসিলারেটর এবং গ্লোবাল ফাইনাল।

অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলকে পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলগুলো সুযোগ পাবে গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার, যেখানে তারা ১ মাসব্যাপী পৃথিবীর বড় বড় এন্ট্রোপ্রোনারদের সাথে কাজ করবে। গ্লোবাল ফাইনালে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়াটি বাস্তবায়নের জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

এ বিষয়ে সংগঠনটির ২৩-২৪ সেশনের ডিরেক্টর তাবিব ইবনে হুদা বলেন, “বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটি পরিচালনা করার চেষ্টা করছি। গতবছর এই প্রতিযোগীতাটি সম্পন্ন না হওয়ায় অনেকের কাছেই হাল্ট প্রাইজ বিষয়টি নতুন। তবে এই বছর আমরা দূঢ়-প্রকল্প যে আমরা এইবার হাল্ট প্রাইজ প্রতিযোগীতাটি সম্পন্ন করবো। এই প্রতিযোগিতা টি একটি বিশেষ প্লাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের বিজনেস আইডিয়ার মাধ্যমে সমাজের যেকোনো একটি সমস্যাকে সলভ করার চেষ্টা করে। আমরা অংশগ্রহণকারীদের কথা চিন্তা করে রেখেছি বেশ কিছু গ্রুমিং সেশন এবং একটি আন্তর্জাতিক প্লাটফর্মে নিজেদের তুলে ধরার সুযোগ”

অন-ক্যাম্পাস রাউন্ডটি বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়টিতে অনুষ্টিত হবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া কম্পিটিশন। বাংলাদেশসহ পৃথিবীর ১২১ টি দেশের প্রায় ১৫০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।