সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
20 C
Dhaka

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

0

মালয়েশিয়ার কোটা টিংগি এলাকায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। কলিং ভিসায় গিয়ে তিন মাসেরও অধিক সময় বেতন না পেয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হয়েছেন তারা।

গত ২০ ডিসেম্বর ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে। কোটা টিংগি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য ১৭১ জন বাংলাদেশি লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে গত বুধবার তাদের আটক করে।

সোমবার (২৫ ডিসেম্বর) জহুরবারু ইমেগ্রশন বিষয়টি প্রকাশ করে।

সুপ্ত হুসেন জামোরা বলেন, এম এ এফ কর্মীরা যাদের আটক করেছেন তারা সবাই পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা তাদের হোস্টেল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত বেউ দামাই থানার দিকে যাচ্ছিলেন। বিদেশি এসব শ্রমিক তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছিলেন। তাদের অভিযোগ, গত তিন থেকে ছয় মাসেও এজেন্ট তাদের কাজে নিয়োগ দেয়নি।

এ ব্যাপারে সুপ্ত হুসেন আরও বলেন, তাদের সবাইকে আটক করা হয়েছে। কারণ, তারা গন্তব্য না জেনে তেলুক রামুনিয়া বায়ু দামাই মোড়ের সামনের এলাকায় হাঁটছিল। বড় জমায়েত দেখে স্থানীয়রা ভয় পেয়ে যায়। ধারণা করা হচ্ছে যে তারা থানায় যাচ্ছিলেন। তাদের সবার কাছে বৈধ নথি ছিল। এ থেকে বোঝা যায়, আটকদের এজেন্টরা এখনও তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পায়নি।

হুসেন আরও বলেন, আটকরা সবাই ১৮ থেকে ৪৩ বছর বয়সের। আমাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি)-এর অধীনে অতিরিক্ত অবস্থানের কারণে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের সবাইকে জোহর বারুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে, ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বাংলাদেশিরা একটি বড় জমায়েত নিয়ে হাঁটছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়ায়।

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আ.লীগের বৈঠক বিকেলে

0

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে আমার রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধির সঙ্গে বিকেলে এই কার্যালয়ে একটি বৈঠক হবে। সে কারণে নেত্রীকে বলে আমি রংপুর যাইনি।

সৌদি আরবের সঙ্গে খেলা হচ্ছে না বাংলাদেশের

0

ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে সৌদি আরবের সঙ্গে ম্যাচ খেলার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলার চেষ্টা করে আসছিল বাফুফে। আপাতত ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে খেলা হচ্ছে না সাবিনাদের।

তবে ফেব্রুয়ারিতে অন্য দলের সঙ্গে খেলার চেষ্টা অব্যাহত রাখা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানান বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের রেজাল্টটা তারা জানে। সে কারণে হয়তো সৌদি আরব একটু ভয় পাচ্ছে! স্থগিত রাখছে যে ফেব্রুয়ারিতে না, ওরা পরে খেলবে।’

সামনের ফিফা উইন্ডোতে অন্য কোনো দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে।

সেরাদের তালিকায় জয়া

0

বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই বাংলায় সমান সমাদৃত বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তবে এপার বাংলার চেয়ে এবারও ওপার বাংলায় বেশি আলো ছড়িয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা।

এ বছর সিনেমার পাশাপাশি ভারতে ওটিটি প্ল্যাটফর্মে অসামান্য উত্থান হয়েছে তার। পশ্চিমা বিশ্বের মতো ওটিটি এখন ভারতের বিনোদনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফরম্যান্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে গৌরবের সঙ্গে জায়গা করে নিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

যার হিন্দি অভিষেক হয় ৮ ডিসেম্বর, ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে। এটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত ছবিটিতে জয়া আহসানের বিপরীতে আছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও জয়া আহসান নিজের জায়গায় বাজিমাত করেছেন। বিভিন্ন রিভিউ ঘেঁটে সেটা স্পষ্ট জানা গেছে।

শনিবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয় ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি : ব্রেকআউট পারফরম্যান্স’ শিরোনামের একটি প্রতিবেদন। সেখানেই প্রথম এবং বড় ছবিটি রাখা হয়েছে জয়া আহসানের। সঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারতো; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।’

এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।

উল্লেখ্য, ‘কড়ক সিং’ একটি থ্রিলার ছবি। এতে পঙ্কজ-জয়ার সঙ্গে আরও আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবতুর মতো তারকা।

আইএমডিবি-তে ছবিটির রেটিং ১০-এর মধ্যে ৭ দশমিক ২। এ বছর নেটফ্লিক্স দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজের নির্মাণে তিনি কাজ করেছেন ‘খুফিয়া’ ছবিতে। এতে তার অভিনয় দারুণ প্রশংসা পায়। সেই সুবাদে সম্প্রতি সিনেমা বিষয়ক প্ল্যাটফর্ম ‘ফিল্ম কম্প্যানিয়ন’র তৈরি করা ‘কুলেস্ট হিরোইনস অব দ্য ইয়ার’ তালিকায় জায়গা করে নিয়েছেন বাঁধন।

ভেঙে পড়লো বড়দিন উদযাপনের জন্য তৈরি ব্রিজ, আহত ৭

0

ক্রিসমাসের সাজসজ্জার অঙ্গ হিসেবে অস্থায়ী একটি সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতু ভেঙেই বড়দিনে বিপত্তি ঘটেছে কেরালার নেয়াট্টিনকারার কাছে পুভারে।

সোমবার রাতে ঘটে এই দুর্ঘটনা। সেতু ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।

জানা গেছে, সেতু ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজন নারীর পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া বাকি আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।

রিপোর্ট অনুযায়ী, সেতু ভেঙে পড়ার দুর্ঘটনাটি ঘটেছিল রাত ৯টা নাগাদ। মানুষের ভার সহ্য করতে না পেরেই সেতুটা ভেঙে পড়ে বলে প্রাথমিক ধারণা। সেতুটি ভেঙে একদিকে হেলে পড়ে।

এই অস্থায়ী সেতুটি তৈরি করা হয়েছিল ক্রিসমাস সাজসজ্জার অঙ্গ হিসেবে। এই সেতু পার করলে একটি জলপ্রপাত দেখা যেত। আর তারই সঙ্গে যিশুর জন্মের মুহূর্তকে ফুটিয়ে তুলে একটি ক্রিব তৈরি করা হয়েছিল সেখানে। আর তা দেখতেই মানুষজন সেতু পার হয়ে অপরদিকে যাচ্ছিলেন।

আহতরা দাবি করেছেন, সেতুটি মাটি থেকে ৫ ফুট উচ্চতায় তৈরি করা হয়েছিল। সেতুটি বেশ হালকা ছিল। নির্দিষ্ট কোনো সময়ে অনেক বেশি ভার সহ্য করার ধারণক্ষমতা এর ছিল না। তবে রাতের দিকে অতি উৎসাহী জনতা সেই কথা ভুলে সেতুতে উঠে পড়ে। আর তাতেই ঘটে যায় এই দুর্ঘটনা।

দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে সেতু দুর্ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

0

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে টানা ১১ দিন ধরে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার সঙ্গে পাহাড় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাস পঞ্চগড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের মানুষের অবস্থা বেশি করুণ। এই জেলার নিম্ন আয়ের মানুষের বেশিরভাগ পাথর, চা শ্রমিক ও দিনমজুর হওয়ায় শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর থেকেই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়া উপজেলায় সবার আগে শীত নামে।

গতকাল ২৫ ডিসেম্বর তেঁতুলিয়ায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া ২৪ ডিসেম্বর ১১ দশমিক ১ ডিগ্রি, ২৩ ডিসেম্বর ১৩ দশমিক ০ ডিগ্রি, ২২ ডিসেম্বর ৯ দশমিক ৬ ডিগ্রি, ২১ ডিসেম্বর ৯ দশমিক ৬ ডিগ্রি, ২০ ডিসেম্বর ১০ দশমিক ১ ডিগ্রি, ১৯ ডিসেম্বর ৯ দশমিক ৫ ডিগ্রি, ১৮ ডিসেম্বর ৯ দশমিক ৭ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ১০ দশমিক ০ ডিগ্রি, ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তীব্র শীতে নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। জেলা ও উপজেলার হাসপাতালগুর বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গতকালের চেয়ে সামান্য তাপমাত্রা বেড়ে আজকে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ১৬ ডিসেম্বর থেকেই এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

ত্রাণ বিতরণে উপস্থিত থাকতে পারবেন না প্রার্থীরা

0

শীত মৌসুমকে কেন্দ্র করে দরিদ্র ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শীতার্তদের ত্রাণ বিতরণে অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন না।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান শীত মৌসুমে শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মধ্যে ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার বিষয়ে কমিশন সম্মতি জ্ঞাপন করেছেন। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না মর্মে সিদ্ধান্ত প্রদান করা হয়।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের আবেদন

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান এবং সেনা সদস্যদের ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করতে তৃণমূল বিএনপি ইসিতে আবেদন করেছে। সেই সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানাতে সিইসির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময়ের আবেদন করেছে দলটি।

সোমবার (২৫ ডিসেম্বর) তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের সই করা চিঠিতে এ আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, ইতোপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছিল, যাদের দায়িত্ব ছিল মাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা। ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনী শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলরত ছিল এবং ভোটকেন্দ্রে অবস্থান নেয়নি। ফলে ভোটকেন্দ্রের ভেতরের জালিয়াতি এবং জোরপূর্বক ভোট ছিনিয়ে নেয়াসহ কেন্দ্র দখলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সেনাবাহিনী কোনো আইনগত অধিকার পায়নি।

এমতাবস্থায় সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করার লক্ষ্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানসহ ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশিকা জারি হওয়া আবশ্যক বলেও দাবি করে তৃণমূল বিএনপি।

তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ৩০ নভেম্বর। প্রতীক বরাদ্দ হয়েছে ১৮ ডিসেম্বর। এদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। যা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। আর আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

facebook sharing button

কেন্দ্রে ভোটার আনতে কাউন্সিলরদের সহায়তা চেয়েছে ডিএমপি

0
কেন্দ্রে ভোটার আনতে কাউন্সিলরদের সহায়তা চেয়েছে ডিএমপি। ছবি: সংগৃহীত
কেন্দ্রে ভোটার আনতে কাউন্সিলরদের সহায়তা চেয়েছে ডিএমপি। ছবি: সংগৃহীত

সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে দুই সিটির কাউন্সিলরদের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ভোটার আনা ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সভায় নির্বাচনে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ভোটারদের কেন্দ্রে আনাই চ্যালেঞ্জ মনে করছে ডিএমপি। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলরা ভোটারদের কেন্দ্রে আনার কাজ করবেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবেন পুলিশ সদস্যরা। ভোটারদের ভোট দিতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় আলোচনা হয়।

সভায় আরও যেসব বিষয়ে আলোচনা হয়

১। এলাকা ভিত্তিক অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য প্রদান।

২। মাদক কারবারি ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সম্পর্কে তথ্য প্রদান।

৩। ছিনতাইকারী ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সম্পর্কে তথ্য প্রদান।

৪। ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের সম্পর্কে তথ্য প্রদান

৫। এলাকা ভিত্তিক নাশকতাকারী, অগ্নি সংযোগকারীদের বিষয়ে তথ্য প্রদান।

৬। ভরঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রদান।

৭। কিশোর অপরাধ প্রতিরোধে সহায়তা করা।

৮। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।

৯। থানায় ভাড়াটিয়াদের তথ্য প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করা। ছাত্রাবাস, মেস, আবাসিত হোটেল প্রভৃতিতে অবস্থানরত সন্দেহভাজনদের ব্যাপারে তথ্য প্রদান।

১০। অপরাধপ্রবণ এলাকায় স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে পাহারার ব্যবস্থা করা।

১১। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

১২। আইন মান্যতায় সংস্কৃতিকে উৎসাহিত করা।

১৩। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় সিসি ক্যামেরা স্থাপন করতে জনগনকে উৎসাহিত করা।

১৪। বিট পুলিশিং কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করা।

১৫। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করা।

১৬। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যাতে অবাধে ভোট প্রদান করতে পারে সে পরিবেশ তৈরিতে সহায়তা করা।

১৭। ঢাকা মেট্রোপলিটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে।

১৮। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও গুজব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধির ও পুলিশের।

কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন।

তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ড রয়েছে। সেখানে ১৭২ জন কাউন্সিলর রয়েছে। আজ কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আইনশৃঙ্খলা সংক্রান্ত কার কোন এলাকায় সমস্যা আছে সেটি আমাদের অবহিত করেছেন তারা।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধে পুলিশের সঙ্গে কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে।

হাবিবুর রহমান বলেন, নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত ও ভোটদানে বাধা প্রদান কার্যক্রম যাতে কেউ না করতে পারে সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছে এবং আগামী দিনে সবাই যাতে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা বদ্ধ পরিকর।

ঢাকা মহানগরীতে যেসব ফুটপাত ও রাস্তা দখল রয়েছে সেগুলো পুলিশ ও কাউন্সিলর একসঙ্গে হয়ে কাজ করবে জানিয়ে তিনি বলেন, পুলিশ তাদের তুলে দিতে পারে, কিন্তু পুনর্বাসনের বিষয়টিও এর সঙ্গে জড়িত। সুতরাং বিকল্প কোনো ভ্যানুতে দেখে-শুনে করতে পারে সে লক্ষ্যে আলাপ-আলোচনা হয়েছে। প্রতি ওয়ার্ডে থানার ইনচার্জ ও ডেপুটি কমিশনার ও কাউন্সিলদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তীতে এর সমাধান করা হবে বলেও উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ভোটের আগে কূটনীতিকদের সঙ্গে বসছে ইসি

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে আগামী ৪ জানুয়ারি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

রাজধানীর একটি হোটেলে আগামী ৪ জানুয়ারি বৃহস্পতিবার এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শরিফুল আলম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।