শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
13 C
Dhaka

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

0

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাফ সেঞ্চুরি

0

ভারতীয় বাংলা ছবির অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণা সেন। জুটি বেঁধে একসঙ্গে কাজ করেছেন অনেক হিট সিনেমায়। আবারও দীর্ঘ সময় পর নতুন ছবিতে দেখা যাবে তাদের। আর এই ছবিটি হতে যাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি!

জানা গেছে, ভারতীয় ছবির ক্ষেত্রে এটি একটি রেকর্ড! এই জুটির ৫০তম ছবির নাম ‘অযোগ্য’। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই বিরল রেকর্ডটি করতে যাচ্ছেন তারা।

সম্প্রতি ‘অযোগ্য’ ছবির প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এই ছবির প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। প্রসেনজিৎ-ঋতুপর্ণার মাইলফলক স্পর্শ করা এই ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণ সংশ্লিষ্ট সকলে।

১৫ বছর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’- ছবির মাধ্যমে ক’বছর আগেই তাদের ব্লকবাস্টার কামব্যাক হয়। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও অভিনয় করেন তারা। তার মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ আবার বড় পর্দায় ফিরছেন এই জুটি।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ

0

রাশিয়ার আইন প্রণেতারা বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। ২০২৪ সালের ১৭ মার্চ দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। পুতিনকে পঞ্চম মেয়াদে নির্বাচিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। খবর এপির।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে এ সিদ্ধান্ত। ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো বলেছেন, ‘এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা কার্যকরভাবে নির্বাচনী প্রচার শুরু করছি।’

তিনি বলেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেইনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা এবারই প্রথম রাশিয়ার এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। আমরা একসঙ্গে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করার মধ্য দিয়ে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব এবং ভবিতব্য ভাগ করে নিতে পারব।

৭১ বছর বয়সী পুতিন এখনও আবার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। তবে আগামী দিনগুলোতে তিনি আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে রাশিয়া। সে অভিযান এখনও চলছে। তার মধ্যেই রাশিয়ায় হতে চলেছে এই প্রেসিডেন্ট নির্বাচন।

মহাখালীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

0

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে খায়ের মিয়া (৪৪) নামে একজনের মারা গেছেন।

বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে আইসিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন খায়ের মিয়া বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন। বাকি সাতজন এখনও চিকিৎসাধীন।

নিহতের সহকর্মী হারুন বলেন, খায়ের মিয়া রয়েল ফিলিং স্টেশনে সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে বৃহস্পতিবার বিকেলে মারা যান। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাঘাদি গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে অবস্থিত রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। এর মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার (মারা যাওয়া) ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

0

ঝালকাঠির নলছিটিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহনের বাসের সাথে বাকেরগঞ্জ থেকে আসা মাহিন্দ্রার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পথিমধ্যে আরো একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ও নিহতদের  পরিচয় এখনও পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি ও মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।

বরিশালে বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, দুই যাত্রী নিহত

0

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আরো একজন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, বাস ও বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের সাথে বানারীপাড়াগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো দিতে পারেনি পুলিশ।

লালমনিরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

0

লালমনিরহাটের কালীগঞ্জে  ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে সোহাগ হোসেন (২৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন সিএনজিতে থাকা ৪ যাত্রী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন ওই উপজেলার তুষভান্ডার গ্রামের লৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রংপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে হাতীবান্ধার উদ্দেশ‌্যে কাকিনা বাজার পার হয়ে আসেন। ওই সময় কবি শেখ ফজলল করিম ফলকের এখানে আসলে সামনে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এ সময় সোহাগ হোসেনসহ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসকরা সোহাগ হোসেনকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। আহত ব্যক্তিদের খোঁজ খবর নেয়া হচ্ছে।

ডিআরইউর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

0

পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সাগর-রুনী হত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার নিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন কমিটির নেতারা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৪) কাছে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।

বিদায়ী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান প্রতিবেদক সৈয়দ শুকুর আলী শুভ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন।

নবনির্বাচিত কমিটির অন্যন্যরা হলেন- সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), ফারহানা ইয়াছমিন (জুঁথী), সাঈদ শিপন, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৬

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪১ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৬১৪ জন ডেঙ্গুরোগী।

বুধবার (০৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৬৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১১৮ জন। এছাড়া ঢাকার বাইরের ৪৪৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজন ও ঢাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৫ হাজার ৬২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৮ হাজার ৬৪৬ জন, আর ঢাকার বাইরের দুই লাখ ছয় হাজার ৯৭৭ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮৫ জন এবং ঢাকার বাইরের ৪৩২ জন।

গত ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১১ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার দশজন এবং ঢাকার বাইরের দুই লাখ চার হাজার ৩৫৮ জন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে নভেম্বর মাসে এসেও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত আছে। চলতি বছর ডেঙ্গু অতীতের সব রেকর্ড ভেঙেছে।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ আবেদন

0

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ২০২৪ সালের জানুয়ারি মাসে। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ১৮ লাখ প্রার্থী।

বুধবার (৬ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক আবদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায় মিলিয়ে নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছন প্রায় ১৮ লাখ প্রার্থী। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অপরগতা প্রকাশ করেছেন এনটিআরসিএর এ পরিচালক।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী আবেদন শুরু হয় ৯ নভেম্বর থেকে। যা চলে ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, আর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে।

এনটিআরসিএ সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে। তাই নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে নির্বাচনের পর সহিংসতার আশঙ্কা না থাকলে আগামী জানুয়ারি মাসেই এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।