শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে।
সাত টিম ও টিম প্রধানের নামগুলো হলো মুখপাত্র: ড. মাহদী আমিন; প্রেস : ড. সালেহ শিবলী; টিভি ও রেডিও : ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল; বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক : ড. জিয়াউদ্দিন হায়দার; অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক – এ কে এম ওয়াহিদুজ্জামান; কনটেন্ট জেনারেশন : ড. সাইমুম পারভেজ ; রিসার্চ ও মনিটরিং : রেহান আসাদ।


