রবিবার, নভেম্বর ২, ২০২৫
রবিবার, নভেম্বর ২, ২০২৫
26 C
Dhaka
Homeরাজনীতিসম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে বিএনপির ৭ কমিটি গঠন

সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে বিএনপির ৭ কমিটি গঠন

প্রকাশ: নভেম্বর ১, ২০২৫ ৮:৪৪

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূল কর্মীদের সঙ্গে দলের যোগাযোগ আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে এরইমধ্যে এই নতুন কৌশলগত কার্যক্রমটি অনুমোদিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে।

সাত টিম ও টিম প্রধানের নামগুলো হলো মুখপাত্র:  ড. মাহদী আমিন; প্রেস : ড. সালেহ শিবলী; টিভি ও রেডিও : ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল; বিএনপি  গ্রাসরুটস নেটওয়ার্ক : ড. জিয়াউদ্দিন হায়দার; অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক – এ কে এম ওয়াহিদুজ্জামান;  কনটেন্ট জেনারেশন : ড. সাইমুম পারভেজ ; রিসার্চ ও মনিটরিং : রেহান আসাদ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর