রবিবার, নভেম্বর ২, ২০২৫
রবিবার, নভেম্বর ২, ২০২৫
26 C
Dhaka
Homeখেলা‘ভুয়া ভুয়া’ স্লোগানে হতাশ স্যামি

‘ভুয়া ভুয়া’ স্লোগানে হতাশ স্যামি

প্রকাশ: নভেম্বর ১, ২০২৫ ৮:২৬

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকার মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতলেও চট্টগ্রামে গিয়ে টি-টোয়েন্টি সিরিজের হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে লিটন দাসের নেতৃত্বাধীন দলেরচরম ব্যাটিং বিপর্যয়ের কারণে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয় টাইগাররা।

নিজেদের ঘরের মাঠে লিটন দাসের নেতৃত্বাধীন দলের ছন্নছাড়া পারফরম্যান্সে ক্ষুব্ধ টাইগারভক্তরা। যে কারণে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সমর্থকরা, টাইগারদের উদ্দেশ্যে করে ভুয়া ভুয় ধ্বনি তোলেন।

টাইগারদের ভুয়া ভুয়া ধ্বনিতে অপমান করা প্রসঙ্গে প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, দর্শকরা ভুয়া ভুয়া’ বা এমন কিছু বলেছে। আমি শুনেছি, এটার মানে কী আমি জানি। প্রত্যেক খেলোয়াড়ই চায় ভালো করতে, আপনাদের তাদেরকে সমর্থন করা উচিত।

বাংলাদেশি সমর্থকদের নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ক্যারিবীয় তারকা স্যামি। তিনি বলেন, বাংলাদেশের সমর্থকরা দারুণ। যখনই আসি আমি সবসময়ই তাদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না, তারা সবসময় ভালোবাসা প্রকাশ করে।

ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে বাংলাদেশি নেট বোলারদের মধ্যে বেশকিছু প্রতিভা খুঁজে পেয়েছেন স্যামি।

তিনি বলেন, আমি গত ১৫ বছরে অনেকবার বাংলাদেশে এসেছি। এখানকার মানুষ অনেক ভালো। এখানকার নেট বোলারদেরও আমরা এপ্রিশিয়েট করি। যখন আপনি প্রতিভা দেখবেন তাদেরকে ভালো পরামর্শ দেবেন। আমি নেটে দারুণ কিছু প্রতিভা দেখেছি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর