আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতের দল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছিল কয়েকজন ক্রিকেটারের ফিটনেস রিপোর্টের জন্য। জানা গিয়েছিল, সেই রিপোর্ট শেষে আজই দল ঘোষণা করবে অজিত আগারকারের নির্বাচক প্যানেল। বোর্ড সভার মিটিং শেষে সেই অনুযায়ী দল ঘোষণা করেছে তারা।
ভারতের এশিয়া কাপের দল
সূর্যকুমার যাদব (অদিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সানজু স্যামসন (উইকেটরক্ষক), হারসিত রানা, রিঙ্কু সিং।

                                    
