ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৯ সালের গ্রীষ্মে। আসরটি আয়োজনে কাতার আগ্রহী থাকলেও ফিফার এই সিদ্ধান্তে দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা অনেকটায় কমে গেল। যার মূল কারণ টুর্নামেন্টের সময়সূচি।
এর আগে, ২০২২ বিশ্বকাপে যেমনটি হয়েছিল, কাতারে আসর হলে টুর্নামেন্টটি গ্রীষ্মের পরিবর্তে শীতে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা ছিল। এ কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রে হওয়া এবারের ৩২ দলের টুর্নামেন্টের পর এবার আসর সম্প্রসারণের জোর আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর লবিংয়ের কারণে ২০২৯ সালে ৪৮ দলের ফরম্যাটে যাওয়ার দাবি জোরালো হলেও ফিফা এখনো ধাপে ধাপে দল বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে।
এখন পর্যন্ত স্পেন ও মরক্কো ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগাল সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি।