মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্লে-অফে রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে সাইপ্রাসের পাফোস এফসি প্রথমবারের মতো মূলপর্বে উঠেছে। দুই লেগ শেষে ৩-২ ব্যবধানে জয় পায় তারা। অন্যদিকে নরওয়ের বোডো/গ্লিমট ৬-২ ব্যবধানে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজকে হারিয়ে নিশ্চিত করেছে ইউসিএল টিকিট।
২০১৪ সালে প্রতিষ্ঠিত পাফোস এফসি অল্প সময়ের মধ্যেই আলোচনায় আসে। সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে নেওয়ার পর তাদের জনপ্রিয়তা আরও বাড়ে। ইউরোপিয়ান মঞ্চে এবারই প্রথম বড় সাফল্য পেল তারা।
এদিকে বোডো/গ্লিমটও সাম্প্রতিক সময়ে নজর কেড়েছে। গত মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছিল তারা। এবার ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম কোনো নরওয়েজিয়ান ক্লাব হিসেবে তারা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিল।
এর আগে, কাজাখস্তানের কাইরাত আলমাটি সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়ে বড় চমক দিয়ে টিকিট কেটে নেয়। দেশটির আস্তানার পর দ্বিতীয় ক্লাব হিসেবে ইউসিএলে খেলবে তারা। অন্যদিকে বেলজিয়ান লিগ চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া সরাসরি জায়গা নিশ্চিত করে ইউরোপের সেরা মঞ্চে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোতে অনুষ্ঠিত হবে ইউসিএল ড্র। এরপর মূলপর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।