শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeখেলাবাংলাদেশ–জিম্বাবুয়ে ম্যাচে এক মিনিট নীরবতা পালন করল বিসিবি

বাংলাদেশ–জিম্বাবুয়ে ম্যাচে এক মিনিট নীরবতা পালন করল বিসিবি

প্রকাশ: মে ১০, ২০২৪ ৬:২২

গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের বৈমানিক স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদ মারা যান।

স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের মৃত্যুতে শোক জানিয়ে আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গতকাল চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি।’

বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ উড়োজাহাজে আগুন লাগার পর দুজন বৈমানিক প্যারাস্যুট দিয়ে নেমে আসেন। এ সময় কর্ণফুলী নদী থেকে তাঁদের উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় কাল দুপুর ১২টার দিকে স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের মৃত্যু হয়। তবে আহত উইং কমান্ডার সুহান জহুরুল এখনো চিকিৎসাধীন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর