সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
23 C
Dhaka
Homeখেলাপাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ: আগস্ট ১৮, ২০২৪ ১:৫৩

সরকার পরিবর্তনের পর আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালক। এর মধ্যে খবর আসে, সভাপতি পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী নাজমুল হাসান। এ বিষয়ে দ্রুত সমাধান করার চেষ্টা চলছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৮ আগস্ট) সচিবলায়ে সংবাদ সম্মেলনে বিসিবির কর্তাদের পদত্যাগের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এ ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটাদের সঙ্গে- এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’

গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিন বোর্ডের দায়িত্বে থাকার পথ বন্ধ করার দাবি অনেকের। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর